একই গাছে ছয় মাসে দু বার ধান ফলনের জিন উদ্ভাবন করেন__

A ড. ফরিদুল ইসলাম

B ড. আবেদ চৌধুরী

C ড. জামিলুর রহমান

D ড. দিলারা হাশিম

Solution

Correct Answer: Option B

- একবার ধান চাষ করলে দুইবার ফসল পাওয়া যাবে। প্রথমবার ধান কাটার পর ঐ গাছ থেকেই পুনরায় ধান হবে। মাত্র ছয় মাসেই কৃষকের ঘরে ফসল উঠবে দুইবার। ব্যতিক্রমী এ ধান উত্পাদন পদ্ধতি উদ্ভাবন করে সাড়া সৃষ্টি করেছেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।
- তিনি 'পঞ্চব্রীহি' ধানও উদ্ভাবন করেন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions