প্রকৃতিতে সবচেয়ে হাল্কা মৌল কোনটি?
A হাইড্রোজেন
B অসমিয়াম
C পটাশিয়াম
D ক্লোরিন
Solution
Correct Answer: Option A
- প্রকৃতিতে সবচেয়ে হাল্কা মৌল হল হাইড্রোজেন।
- হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং এর ভরসংখ্যা 1।
- হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন থাকে।