A man of character is true ... his word
Solution
Correct Answer: Option C
উক্ত বাক্যে "A man of character is true ... his word" বাক্যে "true" শব্দটি একটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে, যার সঙ্গে কোনো preposition লাগেই। এখানে "true to his word" হওয়া অর্থ "কোনো ব্যক্তির কথা বা প্রতিশ্রুতির প্রতি শতভাগ সত্যনিষ্ঠ থাকা" বা "কথায় অটল থাকা" বোঝায়।
- "True to" একটি fixed phrase এবং এটি মানে "কোনো বিষয় বা ব্যক্তির প্রতি সৎ ও বিশ্বস্ত থাকা"।
- বাক্যটিতে "to" ব্যবহারের ফলে "his word" অর্থাৎ তাঁর কথা বা প্রতিশ্রুতির প্রতি অটল এবং বিশ্বস্ততা প্রকাশ পায়।
- অন্য prepositions যেমন "in," "on," বা "at" এখানে ব্যবহার করলে বাক্যের অর্থ অভিপ্রেত হবে না এবং তা ইংরেজি ব্যাকরণের দিক থেকেও সঠিক নয়।
বলা যায়, "true to his word" phrase টি প্রায়শই ব্যবহৃত হয় সৎ, বিশ্বস্ত ও নিজের প্রতিশ্রুতিতে খামখেয়ালি না এমন ব্যক্তিকে বর্ণনা করতে। তাই সঠিক preposition হলো "to"।