নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি ?

A

B

C

D অ্যা

Solution

Correct Answer: Option A

অর্ধসংবৃত স্বরধ্বনি:
- সংবৃত স্বরধ্বনির তুলনায় ঠোঁট বেশি খোলা কিন্তু অর্ধ-বিবৃত স্বরধ্বনির তুলনায় কম খোলা থেকে অর্ধ-সংবৃত স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়।
যেমন:
- এ, ও।

সংবৃত স্বরধ্বনি:
- ঠোঁট সবচেয়ে কম খোলা থেকে উচ্চারিত স্বরধ্বনিগুলো এ জাতীয়।
যেমন-
- ই, উ।

বিবৃত স্বরধ্বনি:
- এ স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে।
- বাংলা ভাষায় এ জাতীয় স্বর মাত্র একটি।
যেমন:
- আ।

অর্ধবিবৃত স্বরধ্বনি:
- বিবৃত স্বরধ্বনির তুলনায় ঠোঁট কম খোলা রেখে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে এভাবে দেখানো হয়।
যেমন:
- অ্যা, অ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions