স্বরান্ত অক্ষরকে কী বলে?

A একাক্ষর

B মুক্তাক্ষর

C বদ্ধাক্ষর

D যুক্তাক্ষর

Solution

Correct Answer: Option B

এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে।
যেমন: বন্+ধন্ = বন্ধন। এখানে বন্ এবং ধন্ দুটি অক্ষর।

-যেসকল অক্ষর স্বরধ্বনিজাত অথবা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে।
-মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করেও তাকে প্রয়োজনমতো প্রলম্বিত করা যায়।
-যেমন: বিন্দু (বিন্+দু)। এখানে ‘বিন্’ ও ‘দু’ হলো অক্ষর। তবে, ‘দু’ (দ+উ) হলো স্বরান্ত অক্ষর। কারণ, ‘দু’ অক্ষরে ‘দ’ এর পর স্বরধ্বনি ‘উ’ আছে।

-ব্যঞ্জনধ্বনি বা অর্ধ-স্বরধ্বনির মাধ্যমে যে সব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে সংবৃত অক্ষর বা বদ্ধাক্ষর বলে।
যেমন: বন্, তর্।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions