Solution
Correct Answer: Option B
- উদ্ভিদের বিভিন্ন জৈব অম্ল থাকে।
- এগুলো দুই ধরনের হতে পারে: নাইট্রোজেনযুক্ত এবং নাইট্রোজেনবিহীন।
- অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও ইউরিক অ্যাসিড সবই নাইট্রোজেনযুক্ত।
- সাইট্রিক এসিড হলো একটি নাইট্রোজেনবিহীন জৈব অম্ল, যা মূলত ফল এবং উদ্ভিদে উপস্থিত থাকে। এটি উদ্ভিদের শক্তি উৎপাদন ও অন্যান্য বিপাকীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
অতএব, নাইট্রোজেনবিহীন জৈব অম্ল হলো সাইট্রিক এসিড।