Solution
Correct Answer: Option A
- শ, ষ, স, হ- এই চারটি ধ্বনি উচ্চারণের শেষে যতক্ষণ ইচ্ছা শ্বাস ধরে রাখা যায়, বা শিশ্ দেয়ার মতো করে উচ্চারণ করা যায়। এজন্য এই চারটি ধ্বনিকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি।
- এগুলোর মধ্যে শ, ষ, স- অঘোষ অল্পপ্রাণ,
- হ- ঘোষ মহাপ্রাণ