নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে ঠিক?
Solution
Correct Answer: Option C
- প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে 'ঘণ্টা, দ্বেষ, ক্রন্দন' শব্দগুচ্ছটি ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক।
- ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী ট-বর্গীয় ধ্বনির (`ট`, `ঠ`, `ড`, `ঢ`) আগে সবসময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়।
- এই নিয়ম অনুসারে 'ঘণ্টা' বানানটি শুদ্ধ।
- 'দ্বেষ' এবং 'ক্রন্দন' শব্দদুটিও নিজ নিজ বানানরীতি অনুযায়ী শুদ্ধ।
- অন্যদিকে অন্য অপশনগুলোর শব্দে ভুল বানান রয়েছে।
- অপশন (A)-তে শুদ্ধ বানান হবে 'বর্ণনা' ও 'লবণ'।
- অপশন (B)-তে শুদ্ধ বানান হবে 'ব্রাহ্মণ' ও 'পোশাক'।
- অপশন (D)-তে শুদ্ধ বানান হবে 'ভাষণ'।