Solution
Correct Answer: Option C
- তৎসম শব্দের বানানে ষ- এর ব্যবহারের নিয়মকে ষত্ববিধান বলে। তবে কতগুলো শব্দে স্বভাবতই ষ হয়।
যেমন-
আষাঢ়, ঊষা, ঊষর, ঔষধ, ঔষধি, কলুষ, কোষ, পোষণ, পৌষ, ভাষা, ভাষ্য, ভাষণ, ভূষণ, মানুষ, রোষ, তোষণ, দ্বেষ, পাষন্ড, পাষাণ, শোষণ।