ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে কোন শব্দ জোড় অশুদ্ধ বানান?

A দুর্নিবার, নবারুণ

B হরিণ, মূল্যায়ন

C কেরাণি, পরগণা

D রূপায়ন, প্রণয়ন

Solution

Correct Answer: Option C

- ণ-ত্ব বিধান অনুযায়ী ট, ঠ, ড, ঢ, ণ (মূর্ধন্য) যদি শব্দের মধ্যে থাকে তবে তার প্রভাবে পূর্ববর্তী ন ধ্বনি অনেক সময় ণ হয়ে যায়।

- যেমন: দুর্নিবার (শুদ্ধ), নবারুণ (শুদ্ধ), প্রণয়ন (শুদ্ধ)।

- কিন্তু কেরাণি ও পরগণা শব্দদ্বয় আসলে কর্মচারী, অঞ্চল অর্থে ব্যবহৃত আরবি-ফারসি উৎসের শব্দ, এগুলোতে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়। তাই এগুলোকে অশুদ্ধ বানান ধরা হয়।

- সঠিক হবে কারানি/কারনী (কেরানি নয়), পরগনা (পরগণা নয়)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions