এক জন ছাত্রের কোন পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাকে প্রথম 5টি প্রশ্নের হতে 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। কতভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে?

A 120

B 280

C 350

D 400

Solution

Correct Answer: Option C

5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন বাছাই করা যায় = 5C3

∴7টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন বাছাই করা যায় = 7C4

∴প্রশ্ন বাছাই করা যায়  = 5C3 × 7C4

= 10 × 35 উপায়ে
= 350 উপায়ে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions