Solution
Correct Answer: Option A
- যে Noun বা নাম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে সাধারণভাবে বোঝায়, তাকে Common Noun বলে।
- 'Girl' (বালিকা) শব্দটি কোনো নির্দিষ্ট বালিকাকে না বুঝিয়ে যেকোনো বালিকাকে বোঝায়।
- তাই এটি একটি Common Noun।
Proper Noun হলো নির্দিষ্ট কোনো কিছুর নাম (যেমন- Rini, Dhaka)।
Collective Noun হলো কোনো কিছুর সমষ্টির নাম (যেমন- team, army)।
Material Noun হলো কোনো পদার্থের নাম (যেমন- gold, water)।