Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
একটি থলেতে নীল বল ১০টি, সাদা বল ১৪টি এবং কালো বল ১৬টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

A ৭/২০ 

B ১১/২০ 

C ৯/২০ 

D ১৩/২০ 

Solution

Correct Answer: Option D

নীল বল ১০টি 
সাদা বল ১৪টি
কালো বল ১৬টি
মোট বল =(১০ + ১৪ + ১৬)টি = ৪০টি 

সাদা হওয়ার  সম্ভাবনা = ১৪/৪০ = ৭/২০

সাদা না হওয়ার  সম্ভাবনা = ১ - ৭/২০ = (২০ - ৭)/২০ = ১৩/২০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions