সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় কবে?
Solution
Correct Answer: Option C
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে আইন পরিষদে দাবি করেন— গোপাল কৃষ্ণ গোখলে (১৯১০)
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৩০ সালে
» বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন- ১৯৭৩ সালে
» প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সুপারিশ করে- প্রথম জাতীয় শিক্ষা কমিটি (১৯৭৪)
» প্রথম সার্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়- ২য় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮১-৮৫)
» দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৯০
» দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয়- ১৯৯২ সালে (৬৮টি থানায়)
» সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় – ১ জানুয়ারি, ১৯৯৩
» প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয়-২০০২ সালে
» প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রচলন করা হয়- ২০০৯ সালে
» একযোগে ২৬০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় ২০১৩ সালে