বিবি কুলসুম কোন সাহিত্যিকের ২য় স্ত্রী ছিলেন?

A শামসুর রাহমানের 

B মীর মশাররফ হোসেনের 

C মুহম্মদ জাফর ইকবালের 

D সিকান্দার আবু জাফরের 

Solution

Correct Answer: Option B

• ১৯ মে, ১৮৬৫ সালে মশাররফ হোসেনের সাথে নাদির হোসেনের সুন্দরী কন্যা লতিফননেসার বিবাহ স্থির হয়। কিন্তু বিয়ের রাতে নাদির হোসেন কর্তৃক কন্যা বদল করে তাঁর কুরূপা ও বুদ্ধিহীনা কন্যা আজিজননেসার সাথে মশাররফের বিবাহ সম্পন্ন হয়। তাই      দাম্পত্য জীবনে তিনি সুখী হননি। ফলে তিনি বিবি কুলসুমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions