সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?

A ভেসেল

B মেসোফিল

C এরেনকাইমা

D ট্রাকিড

Solution

Correct Answer: Option B

- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান।
- স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌছায় এবং স্ট্রোমা বা পত্ররন্ধের মাধ্যমে বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে।

উৎসঃ জীববিজ্ঞান, নবম ও দশম শ্রেণি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions