যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে কি বলে?

A প্রতিসরণ

B প্রতিফলন

C বিচ্ছুরণ

D বিক্ষেপণ

Solution

Correct Answer: Option C

- কোন মাধ্যমে প্রতিসরনের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে আলোর বিচ্ছুরণ বলে।
- ১৬৬৬ সালে স্যার আইজ্যাক নিউটন প্রথম একটি পরীক্ষার সাহায্যে আলোর বিচ্ছুরন আবিষ্কার করেন।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions