‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

A ষষ্+থ

B ষষ্+ঠ

C ষস্+থ

D ষশ্+থ

Solution

Correct Answer: Option A

তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ষ্ এর পর ত্ বা প্ থাকলে যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়। যেমন: ষষ্+থ = ষষ্ঠ, কৃষ্+তি = কৃষ্টি, আকৃষ্+ত = আকৃষ্ট ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions