‘হিমালয়’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A হিমা+আলয়
B হিম+আলয়
C হিমঃ+আলয়
D হিম+নিলয়
Solution
Correct Answer: Option B
- স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি।
- যেমন- বিদ্যালয় = বিদ্যা + আলয়; হিমালয় = হিম + আলয়; স্বল্প = সু + অল্প প্রভৃতি।