জায়া ও পতি সমাস করলে হয় দম্পতি ।এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ।আবার , যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সামজন্স রচিত হয় ,তাকে বলে একশেষ দ্বন্দ্ব । সুতরাং এটি একটি একশেষ দ্বন্দ্ব সমাস ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions