Solution
Correct Answer: Option D
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। উদাহরণ-
দুঃখকে প্রাপ্ত= দুঃখপ্রাপ্ত,
বিপদকে আপন্ন= বিপদাপন্ন,
পরলোকে গত= পরলোকগত,
পুঁথিতে গত/পুঁথি হতে আগত= পুঁথিগত,
খাদ্যের প্রাণ= খাদ্যপ্রাণ,
অর্ধভাবে সমাপ্ত= অর্ধসমাপ্ত ইত্যাদি।