স্নায়ুকোষের কত অংশ ধ্বংস গেলে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে?
A ১/৮ অংশ
B ১/৪ অংশ
C ১/২ অংশ
D ২/৩ অংশ
Solution
Correct Answer: Option B
স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ - মস্তিষ্ক। মানুষের মস্তিষ্কের ওজন - ১.৩৬ কেজি। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম - সেরিব্রাম। স্নায়ুকোষের ১/৪ ধ্বংস গেলে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে।