'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র মুখপত্র হিসেবে কোন দুটি পত্রিকা প্রকাশিত হতো?
Solution
Correct Answer: Option B
- বিশ শতকের শুরুতে বাঙালি মুসলমান সমাজে সাহিত্যচর্চা ও জ্ঞান প্রসারের লক্ষ্যে ১৯১১ সালে কলকাতায় 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি' প্রতিষ্ঠিত হয়।
- এই সমিতির প্রধান উদ্দেশ্য ছিল সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করা, সাহিত্য সম্মেলন আয়োজন করা এবং পত্রিকা প্রকাশের মাধ্যমে লেখকদের উৎসাহিত করা।
এই সমিতির মুখপত্র বা আনুষ্ঠানিক পত্রিকা হিসেবে দুটি পত্রিকা প্রকাশিত হতো:
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা:
- এটি ছিল সমিতির প্রথম এবং প্রধান মুখপত্র, যা ১৯১৮ সাল থেকে প্রকাশিত হতে শুরু করে।
- এটি মূলত ত্রৈমাসিক পত্রিকা ছিল এবং এর মাধ্যমে সমিতির যাবতীয় কার্যক্রম, প্রবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি প্রকাশিত হতো।
সাহিত্যিক:
- পরবর্তীতে 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'র পরিপূরক হিসেবে 'সাহিত্যিক' নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশিত হয়।
সুতরাং, 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা' এবং 'সাহিত্যিক'—এই দুটি পত্রিকাই সমিতির মুখপত্র হিসেবে কাজ করত।