আসামির পক্ষে উকিল কে?এখানে 'পক্ষে' কি অর্থে ব্যবহ্নত হয়েছে?

A প্রশ্ন অর্থে

B আদেশ অর্থে

C প্রার্থনা অর্থে

D সহায় অর্থে

Solution

Correct Answer: Option D

-বাংলা ভাষায় কতগুলো অব্যয় কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহ্নত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, এগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।

-যেমন আসামির পক্ষে উকিল কে? এ বাক্যে 'পক্ষে' একটি অনুসর্গ, যেটি 'সহায়' অর্থে ব্যবহ্নত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions