Solution
Correct Answer: Option B
- সভাসদ (সভা+সদ) ও ফলবান (ফল+বান) প্রত্যয়যোগে সঠিত শব্দ ।
- তম্বী (তনু+ঈ) প্রত্যয় ও সন্ধি-উভয় সাধিত শব্দ ।
- 'শুভেচ্ছা' শব্দটি সন্ধিসাধিত শব্দ । 'অ' কার কিংবা 'আ' কারের পর 'ই' কার অথবা 'ঈ' কার থাকলে উভয়ে মিলে 'এ' কার হয় । যেমনঃ আ+ই = এ, শুভ+ইচ্ছা = শুভেচ্ছা ।