রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই।
রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় নির্নয় করুনঃ


A সমুচ্চয়ী সংকোচক 

B অনন্বয়ী    

C সমুচ্চয়ী বিয়োজক 

D সমুচ্চয়ী

Solution

Correct Answer: Option A

যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন,বিয়োজন বা সংকোচন ঘটায় ,তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। সমুচ্চয়ী অব্যয়কে আবার সংযোজক,বিয়োজক,সংকোচক ও অনুগামী অব্যয় -এই চার ভাগে ভাগ করা যায় । উপরোক্ত বাক্যে অথচ অব্যয়টি বাক্যের মাঝে ভাবের সংকোচন সাধন করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions