'ওখানে যাস না' - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Solution
Correct Answer: Option B
অনুজ্ঞাসূচক বাক্য :- যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় সেই বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্য বলে । কিছু উপদেশমুলক বাক্য
- এখানে এস ।
-পড়াশুনায় মনোযোগ দাও ।
- ১০ মিনিটের মধ্যে লিখে দাও ।
-জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে।