ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন-
Solution
Correct Answer: Option D
- চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথম আলোচনা করেন সুনীতিকুমার তাঁর বিখ্যাতগ্রন্থ "The Origin and Development of the Bengali Language/বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(ODBL=1926).
- সংক্ষেপে এটিকে বলা হয় ODBL এবং এটি ১৯২৬ সালে প্রকাশিত।
- সুনীতিকুমার এই গ্রন্থে প্রমাণ করেন যে চর্যাপদ আর কারো নয়, বাঙালির এবং এর ভাষা বাংলা।