Solution
Correct Answer: Option C
- রোমেনা আফাজ হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক।
- তিনি 'দস্যু বনহুর' সিরিজের জন্য বাঙালি পাঠক সমাজে সমধিক পরিচিত।
- রোমেনা আফাজ ১৯২৬ সালের ২৭ ডিসেম্বর বগুড়া জেলার শেরপুর শহরে জন্মগ্রহণ করেন।
- রোমেনা আফাজ লেখালেখি শুরু করেন নয়বছর বয়স থেকে।
- তার প্রথম লেখা বাংলার চাষী নামক একটি ছড়া প্রকাশিত হয় কলকাতার মাসিক মোহাম্মদী পত্রিকায়।
- ২০০৩ সালের ১২ জুন তিনি মৃত্যুবরণ করেন।
- সাহিত্যকর্ম:
• দেশের মেয়ে: সামাজিক ও পারিবারিক
• জানি তুমি আসবে: প্রণয়মূলক উপন্যাস
• বনহুর: রহস্য সিরিজ,
• রক্তে আঁকা মাপ: দুঃসাহসিক অভিযান
• মান্দিগোর বাড়ি: কিশোর উপন্যাস
• "বিদগ্ধা জননী" : সামাজিক উপন্যাস