১৪ জন একটি কাজ ৪৩ দিনে করতে পারে। কাজ অবস্থায় ১৬ দিন পর নতুন ৭ জন লোক আসলে বাকী লোক কতদিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে?

A ১৮ দিন

B ২০ দিন

C ১৫ দিন

D ১২ দিন

Solution

Correct Answer: Option A

১৪ জন লোক ৪৩ দিনে করতে পারে= সম্পূর্ণ বা ১ অংশ কাজ
১৪ জন লোক ১ দিনে করতে পারে  = ১/৪৩ অংশ কাজ
১৪ জন লোক ১৬ দিনে করতে পারে= ১৬/৪৩ অংশ কাজ।
 
১৬ দিন পর কাজ বাকী থাকে = ১ - ১৬/৪৩ অংশ
                                    = ২৭/৪৩ অংশ।
এবং ১৬ দিন পর ৭ জন লোক আসায় মোট লোক= ১৬+৭=২৩ জন
 
এখন, 
১৪ জন লোক ১৬/৪৩ অংশ কাজ কাজ করে= ১৬ দিনে
২৩ জন লোক ২৭/৪৩ অংশ কাজ কাজ করে= ১৬*১৪*৪৩*২৭/২৩*১৬*৪৩ দিনে
                                                      = ১৬.৪৩ দিনে
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions