১৮৬১ সালে 'মেঘনাদবধ' কাব্য প্রকাশিত হয়, এ সালটি আরেকটি কারণে স্মরনীয়-
A বাংলা সাহিত্যে আধুনিকতার সুত্রপাত হয়
B প্রথম বাংলা নাটক রচিত হয়
C প্রথম বাংলা উপন্যাস
D রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন
Solution
Correct Answer: Option D
- মধুসূদন ১৮৬১ খ্রিষ্টাব্দে 'মেঘনাদবধ' কাব্যটি রচনা করেন।
- কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত।
- প্রথম খন্ড (১-৫ সর্গ) ১৮৬১ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে প্রকাশিত হয়, আর দ্বিতীয় খন্ড (৬-৯ সর্গ) ঐ বছরেই রচনা করেন
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে জন্মগ্রহণ করেন।