মোহাম্মদ আকরাম খাঁ সম্পাদিত পত্রিকার নাম-
A সংবাদ রত্নাবলী
B মিহির
C সুধাকর
D মোহাম্মদী
Solution
Correct Answer: Option D
- ১৯১০ সালে সাপ্তাহিক মোহাম্মদী ও দৈনিক খাদেম প্রতিষ্ঠা করেন। তারপর ১৯২১ সালে উর্দু জামানা ও বাংলা দৈনিক সেবক প্রকাশ করেন।
- ১৯২৭ সালে পুনরায় মাসিক মোহাম্মদী প্রকাশ করেন।
- ১৯৭০ সাল পর্যন্ত চালু ছিল এ পত্রিকা।