Solution
Correct Answer: Option B
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এর উপাধি ছিল 'স্বপ্নাতুর কবি' ।
ইসমাইল হোসেন সিরাজী ছিলেন লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
ইসমাইল হোসেন সিরাজীর কাব্য গ্রন্থগুলি হচ্ছেঃ
- অনল প্রবাহ (১৯০০),
- আকাঙ্ক্ষা (১৯০৬),
- উচ্ছ্বাস (১৯০৭),
- সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬),
- প্রেমাঞ্জলি (১৯১৬),
- উদ্বোধন (১৯০৭),
- নব উদ্দীপনা (১৯০৭),
- স্পেন বিজয় কাব্য (১৯১৪)।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছেঃ
- তারাবাঈ (১৯১৬),
- ফিরোজা বেগম (১৯১৮),
- রায়নন্দিনী (১৯১৫),
- নূরুদ্দীন (১৯১৯)।