একব্যক্তি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৩ কিলোমিটার বেগে চলে ফিরে আসলে যাতায়াতের গতির গড় কত কিলোমিটার?

A ০.২৬

B

C ৩.৭৫

D

Solution

Correct Answer: Option C

আমরা জানি, গড় গতিবেগ = 2xy/(x+y)
যেখানে,
যাওয়ার বেগ, x = ৫ কিমি/ঘন্টা
আসার বেগ, y = ৩ কিমি/ঘন্টা

∴ গড় গতিবেগ = ২*৫*৩/(৫+৩) কিমি/ঘন্টা
= ৩০/৮ কিমি/ঘন্টা
= ৩.৭৫ কিমি/ঘন্টা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions