বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
Solution
Correct Answer: Option C
বাংলা সাহিত্যের যুগকে প্রধান তিনটি পর্বে ভাগ করা যায়ঃ
- প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রিস্টাব্দ)
- মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রিস্টাব্দ)
- আধুনিক যুগ (১৮০১- বর্তমান), অর্থাৎ ১৯শতক থেকে বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয়।