Solution
Correct Answer: Option B
- প্রদত্ত শব্দগুলোর মধ্যে সঠিক বানানটি হলো Parliament।
- বাংলা ভাষায় এই শব্দটির অর্থ হলো সংসদ বা আইনসভা।
- শব্দটি মূলত ফরাসি শব্দ 'parler' থেকে এসেছে, যার অর্থ কথা বলা।
- বানানটি মনে রাখার সহজ উপায় হলো একে Par-lia-ment এভাবে ভাগ করে নেওয়া।
- এখানে 'lia' অংশটি প্রায়শই ভুল বানানে লেখা হয়, তাই সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।