Solution
Correct Answer: Option C
- 'A Farewell to Arms' একটি বিখ্যাত যুদ্ধবিরোধী ইংরেজি উপন্যাস।
- এই উপন্যাসটির রচয়িতা হলেন প্রখ্যাত আমেরিকান সাহিত্যিক ও সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে (Ernest Hemingway)।
- উপন্যাসটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে রচিত, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- আর্নেস্ট হেমিংওয়ে সাহসিকতাপূর্ণ জীবনের জন্য বিখ্যাত এবং তিনি ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তার রচিত আরও কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো— ‘The Old Man and the Sea’, ‘For Whom the Bell Tolls’ এবং ‘The Sun Also Rises’।