Solution
Correct Answer: Option B
- প্রদত্ত শব্দগুলোর মধ্যে সঠিক বানানটি হলো 'Perceive'।
- এর বাংলা অর্থ হলো উপলব্ধি করা বা বুঝতে পারা।
- ইংরেজি বানানের ক্ষেত্রে 'c' এর পর সাধারণত 'ei' বসে এবং অন্য বর্ণের পর 'ie' বসে (mnemonics: i before e, except after c)।
- যেমন- Receive, Deceive, Conceive ইত্যাদি শব্দগুলোতেও 'c' এর পর 'ei' ব্যবহৃত হয়েছে।
- বাকি অপশনগুলো যেমন- Perceve, Percive এবং Precieve বানান ভুল।