Solution
Correct Answer: Option D
- প্রদত্ত বাক্যটি একটি প্রবাদ বাক্য (Proverb)। ইংরেজিতে বহুল প্রচলিত এই প্রবাদটি হলো "A drowning man catches at a straw"।
- এর বাংলা ভাবার্থ হলো "ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়" বা "যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ"।
- ব্যাকরণগতভাবে, 'Catch at' একটি Group Verb বা Phrase যার অর্থ কোনো কিছুকে আঁকড়ে ধরে রক্ষা পাওয়ার চেষ্টা করা বা কোনো সুযোগ লুফে নেয়ার চেষ্টা করা।
- যখন কেউ মরিয়া হয়ে প্রাণ বাঁচাতে বা বিপদ থেকে উদ্ধার পেতে সামান্য কোনো অবলম্বন খোঁজে, তখন 'Catch at' ব্যবহৃত হয়।
- এখানে 'to', 'for', বা 'on' বসালে প্রবাদটির মূল গঠন ও অর্থ সঠিক থাকে না, তাই সঠিক উত্তরটি হলো at।