Solution
Correct Answer: Option B
- Brochure শব্দের আভিধানিক অর্থ হলো বিবরণপত্র বা পুস্তিকা।
- এটি মূলত একটি ছোট এবং পাতলা বই বা ম্যাগাজিন, যা সাধারণত প্রচারমূলক কাজে ব্যবহৃত হয়।
- কোনো প্রতিষ্ঠান বা পণ্যের ছবি ও তথ্য সংবলিত এই প্রচারপত্রকে Pamphlet বা লিফলেটও বলা হয়ে থাকে।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে Opening অর্থ 'উদ্বোধন', Bureau অর্থ 'দপ্তর' বা 'ব্যুরো' এবং Censor অর্থ 'সেন্সর' বা 'ছাঁটাই করা'।
- যেহেতু Brochure এবং Pamphlet উভয়েই তথ্য সংবলিত পুস্তিকা বোঝায়, তাই সঠিক উত্তরটি হলো Pamphlet।