Solution
Correct Answer: Option B
- Hypothesis শব্দটি হলো Singular Number বা একবচন, যার অর্থ হলো অনুমান।
- এর Plural form বা বহুবচন হলো Hypotheses (বানানটি লক্ষ্য করুন: sis এর বদলে ses)।
- Agenda শব্দটি হলো Plural Number, যার Singular form হলো Agendum (যদিও বর্তমানে Agenda শব্দটিই একবচন হিসেবেও ব্যবহৃত হয়)।
- Data শব্দটি মূলত Plural Number, এর Singular form হলো Datum।
- Media শব্দটিও একটি Plural Number, যার Singular form হলো Medium.
- ইংরেজি ব্যাকরণে গ্রিক বা ল্যাটিন শব্দগুলোর বচনের এই নিয়মগুলো মনে রাখা জরুরি।