Solution
Correct Answer: Option D
- ভাষার মূল উপাদান হলো ধ্বনি।
- কোনো ভাষার বাকপ্রবাহকে বা শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে দেহাংশ বা ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, তাকেই ধ্বনি বলে।
- ধ্বনি হলো শ্রুতিগ্রাহ্য তরঙ্গ, যা মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়।
- যখন কোনো ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তখন তাকে বর্ণ বলে।
- বাক্যের মধ্যে ব্যবহৃত প্রতিটি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।
- সুতরাং, একটি শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যে ক্ষুদ্রতম একক পাই, সেটিই হলো ধ্বনি।