'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' -এক কথায় বলে-
Solution
Correct Answer: Option D
- দিনের আলো ও সন্ধ্যার আধারের মিলন মুহূর্তকে এক কথায় গোধূলি বলা হয়।
- আক্ষরিক অর্থে, সূর্য ডোবার ঠিক পরেই যখন মাঠে চরা গোরু বা গাভী পায়ে হেঁটে বাসায় ফিরে আসে, তখন তাদের ক্ষুরের আঘাতে মাটি থেকে যে ধূলো বা ধূলি উড়ে, সেই সময়কে গোধূলি বলে।
- অন্যদিকে, দিনের শেষ ভাগ বা সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তকে এক কথায় সায়াহ্ন বলা হয়।
- ‘সন্ধ্যাকাল’ বলতে মূলত দিন ও রাত্রির মধ্যবর্তী সময় বা সন্ধ্যাবেলাকে বোঝায়।
- ‘আলোছায়া’ বলতে আলোক ও ছায়ার সমষ্টি বা সংমিশ্রণকে বোঝায়, যা কোনো নির্দিষ্ট দিনের সময় নয়।