Solution
Correct Answer: Option D
- উনসত্তরের গণঅভ্যুত্থানে ২০ জানুয়ারি ছাত্রনেতা আসাদ পুলিশের গুলিতে নিহত হলে তার রক্তমাখা শার্টকে উপলক্ষ করেই নাগরিক কবি শামসুর রাহমান ‘আসাদের শার্ট’ কবিতাটি রচনা করেন।
- কবিতাটি কবির ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- বাংলা সাহিত্যে শামসুর রাহমান ‘নাগরিক কবি’ হিসেবে পরিচিত।
- তার আরো দুটি বিখ্যাত কবিতা হলো- ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’।
- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে প্রভৃতি।