Solution
Correct Answer: Option A
- শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিন্তক, প্রগতিশীল লেখক ও কথাসাহিত্যিক।
- মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা ও সমাজসচেতনতা তাঁর লেখনীর মূল উপজীব্য ছিল।
- তাঁর রচিত প্রথম ও অন্যতম বিখ্যাত উপন্যাসের নাম 'জননী'।
- তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো 'ক্রীতদাসের হাসি', 'রাজা উপাখ্যান', 'জাহান্নাম হইতে বিদায়', 'দুই সৈনিক', 'নেকড়ে অরণ্য', 'বনি আদম' ইত্যাদি।
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের জন্য তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সরকার প্রদত্ত আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন।
- এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), একুশে পদক (১৯৮৩) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৭) লাভ করেন।