Solution
Correct Answer: Option B
অগভীর সতর্ক নিদ্রা
ব্যাখ্যা:
- 'কাক নিদ্রা' একটি বিশিষ্টার্থক শব্দ বা বাগধারা যার শাব্দিক অর্থ কাকের মতো ঘুম।
- কাক খুব সতর্ক পাখি, ঘুমানোর সময়ও সামান্য শব্দে বা নড়াচড়ায় জেগে ওঠে।
- এই স্বভাবের সাথে তুলনা করে, যে ঘুমে মানুষ খুব সহজেই জেগে ওঠে বা সজাগ থাকে তাকে 'কাক নিদ্রা' বলা হয়।
- এই বাগধারাটির আলংকারিক অর্থ হলো অগভীর সতর্ক নিদ্রা বা পাতলা ঘুম।
- অন্যদিকে 'কপটনিদ্রা' বোঝাতে 'বিড়াল তপস্বী' বা 'বকধার্মিক' জাতীয় বাগধারা ব্যবহৃত হয়, যা 'কাক নিদ্রা' থেকে ভিন্ন।