কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
Solution
Correct Answer: Option C
- রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত 'বসন্ত' গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।
- ১৯২৩ সালে যখন নজরুল ইসলাম আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন, তখন রবীন্দ্রনাথ পবিত্র গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে এই নাটকটি তাঁকে উপহার হিসেবে পাঠান।
- 'বসন্ত' নাটকটি ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন (ইংরেজি ১৯২৩ সাল) প্রথম প্রকাশিত হয়।
- এটি ছিল রবীন্দ্রনাথের রচিত একটি গীতিনাট্য বা ঋতুনাট্য, যেখানে বসন্ত ঋতুর আগমন ও বিদায়কে ফুটিয়ে তোলা হয়েছে।
- রবীন্দ্রনাথ তাঁর উৎসর্গপত্রে নজরুলকে 'জাতির জাগরণী কবি' হিসেবে উল্লেখ করেছিলেন এবং নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন।
- অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'তাসের দেশ' নাটকটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে।
- এবং 'কালের যাত্রা' নাটকটি উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে।