Solution
Correct Answer: Option A
- বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হলো বাক্ + আড়ম্বর।
- এটি ব্যঞ্জনসন্ধির একটি উদাহরণ।
- ব্যঞ্জনসন্ধির নিয়ম অনুযায়ী, বর্গের প্রথম বর্ণের পরে যদি স্বরবর্ণ থাকে, তবে প্রথম বর্ণটি সেই বর্গের তৃতীয় বর্ণে পরিবর্তিত হয়।
- এখানে, ‘বাক্’ শব্দের শেষে ‘ক’ (বর্গের ১ম বর্ণ) এবং ‘আড়ম্বর’ শব্দের শুরুতে ‘আ’ (স্বরবর্ণ) রয়েছে।
- নিয়ম অনুসারে, ‘ক’ পরিবর্তিত হয়ে বর্গের তৃতীয় বর্ণ ‘গ’ হয়েছে (ক -> গ)।
- ফলে, ক (বাক্) + আ (আড়ম্বর) মিলে গা (বাগাড়ম্বর) গঠিত হয়েছে।