Solution
Correct Answer: Option D
- 'বেসাতি' শব্দটি বাংলা ভাষায় ক্রয়-বিক্রয় বা বাণিজ্য অর্থে ব্যবহৃত হয়।
- শব্দটির আভিধানিক অর্থ হিসেবে সওদাগরি, কারবার বা দোকানদারিকেও নির্দেশ করা হয়।
- অনেক সময় ছোট ব্যবসায়ী বা ফেরিওয়ালার বিক্রয়যোগ্য পণ্য বা পসরাকে বোঝাতেও 'বেসাতি' শব্দটি ব্যবহার করা হয়।
- প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ব্যবসা-বাণিজ্য বা হাটের লেনদেন প্রসঙ্গে এই শব্দটির বহুল ব্যবহার দেখা যায়।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে বস্ত্র, আশ্রয় বা নির্লজ্জতা এর অর্থ নয়, তাই 'কেনাবেচা'ই হলো এর সঠিক ও প্রকৃত অর্থ।