বাগযন্ত্রের অংশ কোনটি? 

A স্বরযন্ত্র

B ফুসফুস

C দাঁত

D সবকটি

Solution

Correct Answer: Option D

- মানুষের শরীরের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বাক-প্রত্যঙ্গ বলা হয়।
- এই বাক-প্রত্যঙ্গগুলোকে একত্রে বাগযন্ত্র বলা হয়।
- বাগযন্ত্রের প্রধান কাজ হলো মানুষের ভাষা বা ধ্বনি উচ্চারণ করা।
- বাগযন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে রয়েছে ফুসফুস, স্বরযন্ত্র, স্বরতন্ত্রী, গলনালি, জিভ, আলজিভ, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট ও নাক ইত্যাদি।
- ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস বাক-প্রত্যঙ্গগুলোর মাধ্যমে বিভিন্ন ধ্বনির রূপ পায়।
- দাঁত এবং জিভের স্পর্শ বা ঘর্ষণের ফলে দন্ত্য ও দন্তমূলীয় ধ্বনি সৃষ্টি হয়।
- স্বরযন্ত্রের মধ্যে থাকা স্বরতন্ত্রীগুলো বাতাসের প্রবাহে কেঁপে উঠে ধ্বনি সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে।
- সুতরাং, উপরের স্বরযন্ত্র, ফুসফুস এবং দাঁত—সবগুলোই বাগযন্ত্রের অপরিহার্য অংশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions